নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী। আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য ডেভিড জে থুলেস, এফ ডানকান এম হালডেন ও জে মাইকেল কোস্টারলিটজের নাম ঘোষণা করে। পদার্থের বিশেষ ঘনীভূত অবস্থা নিয়ে তত্ত্বীয় গবেষণায় নিয়োজিত ছিলেন এই তিন বিজ্ঞানী।
১৯০১ সালের পর এ নিয়ে এ পর্যন্ত মোট ২০৪ জন পদার্থে নোবেল পুরস্কার জিতলেন। আজ মঙ্গলবার এ বিষয়ে ১১০তম নোবেল পুরস্কার ঘোষণা করা হলো।
গার্ডিয়ানের খবরে বলা হয়, এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে দুই ভাগে। প্রথম ভাগের পুরস্কার পাবেন বিজ্ঞানী ডেভিড থুলেস। অন্য ভাগের পুরস্কার পাবেন বাকি দুই বিজ্ঞানী।
নোবেল কমিটি এই পুরস্কার দেয়ার ঘোষণায় বলেছে, টপোলজিক্যাল দশার রূপান্তর ও পদার্থের টপোলজিক্যাল দশা নিয়ে তত্ত্বীয় গবেষণার কারণে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।
চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ ৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়।
নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার রসায়ন, শুক্রবার শান্তি, সোমবার অর্থনীতির ওপর নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। তবে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।