নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন বেড়া নির্মাণ করা হবে। এর মাধ্যমে দুই দেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং এখানকার বাসিন্দাদের মনেও নিরাপত্তার ধারণা তৈরি হবে। ফলে তারা অপরাধ থেকে দূরে থাকবে।
মঙ্গলবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক কেকে শর্মা সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করেন।
বিএসএফ প্রধান বলেন, বাংলাদেশ সরকার এবং বিজিবি আমাদের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছেন। বেড়া নির্মাণের প্রভাব সরাসরি ১৪৮টি গ্রামের ওপর পড়বে এবং ১৩৭টি গ্রামের ওপর আংশিক প্রভাব পড়বে। বেশিরভাগ গ্রামই পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তের। – টাইমস অব ইন্ডিয়া