নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় চার্জশিটভুক্ত দুই আসামি আত্মসমর্পণ করেছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
শনিবার সকালে নাসির উদ্দিন নূর ও সাবেক কমিশনার মাসুদুর রহমান অতিরিক্ত জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে গত রবিবার এই মামলার আসামি আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করেন। এ নিয়ে এই মামলায় অভিযোগপত্রের ১৪ আসামির মধ্যে তিন জনকে কারাগারের পাঠানো হলো।
২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি চালিয়ে হত্যা করা হয় । হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।