নোয়াখালী,বর্তমানকণ্ঠ ডটকম:: সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগাম নির্বাচন নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের শেষ ৯০ কার্যদিবসের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কোনো নির্বাচন হবে না।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাইজদীর হাইজিং এস্টেটে প্রয়াত সাংবাদিক বিজন সেনের বাসভবনে সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্লামেন্টের ধারায় একটি নির্বাচিত সরকার ৫বছর মেয়াদ শেষ করে পরবর্তী নির্বাচন দেয়। তবে আমরা এর আগেই তফসিল ঘোষণা করবো। তা হবে সরকারের শেষ ৯০ কার্য দিবসের মধ্যে। সে অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
মন্ত্রী তার নিজ জেলার প্রবীণ এ সাংবাদিকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করেন। মন্ত্রী বিজন সেনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনার পাশাপাশি আগামীতে অসহায় এ পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক একেএম যোবায়ের, আমিরুল ইসলাম হারুন, সামছুল হাসান মীরন প্রমুখ।