শাকিল মুরাদ,বর্তমানকণ্ঠ ডটকম: শেরপুরের নকলায় পাওনা ১৮০ টাকা চাইতে গিয়ে ক্রেতার ছুরির আঘাতে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার চরঅষ্টাধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদুর রহমান (৪৫) চরঅষ্টাধর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরভাবনা গ্রামের আব্দুস সোবাহন মিয়ার ছেলে। পুুলিশ ও এলাকাবাসী জানায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার চর নিয়ামতপুর গ্রামের আব্দুল খানের ছেলে ময়না মিয়া তার শ্বশুর বাড়ি চরভাবনা গ্রামে বেড়াতে এসে আওয়ামী লীগ নেতা খোরশেদুর রহমানের দোকানে ১৮০ টাকা বাকী নেয়। বুধবার সকালে খোরশেদুর রহমান ক্রেতা ময়নার কাছে পাওনা ১৮০ টাকা চাইলে এ সময় দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় ময়না ক্ষিপ্ত হয়ে দোকানে রাখা একটি ছুরি দিয়ে খোরশেদুর রহমানের বুকের বাপাশে আঘাত করে। এতে খোরশেদ ঘটনাস্থলেই মারা যায়।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।