নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রাম নগরীর পাথরঘাটা সেন্ট প্লাসিডস স্কুলের দেয়াল চাপা পড়ে পথচারী মাকসুদুল হক (৪২) ও তার ছেলে তৌসিফ নাহিদের (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুলের মাঠে সংস্কার কাজের সময় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা কোতোয়ালী থানার এসআই গোলাম ফারুক যুগান্তরকে বলেন, স্কুলমাঠের সংস্কারের কাজে এস্কক্যাভেটর দিয়ে মাটি তোলা হচ্ছিল। যন্ত্রটির কম্পনে মাঠের পাশের দেয়াল ভেঙে পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বাবা-ছেলের ওপর পড়ে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।