ভারত ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,: ‘সহিংসতায় উস্কানি’ দেয়ার অভিযোগে ভারত-অধিকৃত কাশ্মীরের একটি সংবাদপত্র বন্ধ করে দেয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়েছে ভারত সরকার। কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপকে ‘সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা’ বলে মনে করছে তারা।
এর আগে রবিবার কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ‘কাশ্মীর রিডার’ নামের একটি পত্রিকা বন্ধ করে দেয় ভারত সরকার। গত জুলাই মাসে কাশ্মীরের স্বাধীনতাকামী তরুণ নেতা বুরহান ওয়ানিকে (২২) ভারতীয় বাহিনী হত্যা করার পর উপত্যকাটিতে শুরু হয় আন্দোলন। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ৮০ জনের বেশি সাধারণ মানুষ, আহত হয়েছে অন্তত কয়েক হাজার।
গত চার বছর ধরে ভারত-অধিকৃত কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রকাশিত হচ্ছিল কাশ্মীর রিডার। এটি কাশ্মীরের সব মহলে একটি সু-পরিচিত পত্রিকা ছিল বলে জানিয়েছে বিবিসি।
পত্রিকার প্রকাশনা বন্ধের নিন্দা জানিয়ে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদপত্রের স্বাধীনতা এবং জনগণের তথ্য পাওয়ার অধিকারের প্রতি সম্মান দেখানোর দায়িত্ব আছে সরকারের। শুধু সরকারের সমালোচনা করার জন্যই কোনো পত্রিকা বন্ধ করে দেয়া যেতে পারে না।’
পত্রিকাটির সম্পাদক জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ থেকে পত্রিকাটির প্রকাশনা বন্ধের একটি আদেশ নিয়ে হঠাৎ করে রবিবার কাশ্মীর রিডার অফিসে যায় পুলিশ। এরপর সোমবার থেকে সংবাদপত্রটি আর প্রকাশিত হয়নি। আগে থেকে পত্রিকা অফিসে কোনো নোটিস দেয়া হয়নি বা যোগাযোগ করা হয়নি বলেও জানান সম্পাদক হিলাল মির।