চট্টগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: নগরীর আনোয়ারায় শঙ্খ নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে নিখোঁজদের পারিবারিক পরিচয় পাওয়া না গেলেও এরা তিনজনই মাদ্রাসা শিক্ষার্থী বলে জানিয়েছেন ওসি।
এদিকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।