নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: পবিত্র আশুরা উপলক্ষে এবার তাজিয়া মিছিলে তিন স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘মহররমের তাজিয়া মিছিল উপলক্ষে হোসনি দালানের ইমাম বাড়াসহ যেসব স্থান থেকে তাজিয়া মিছিল বের হবে সেগুলোর জন্য সুদৃঢ়, নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
প্রতিবছর এই হোসনি দালান থেকেই তাজিয়া মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত বছর হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির মধ্যরাতে বোমা হামলায় দু’জন নিহত হন। আহত হন আরও বেশ ক’জন।
গণমাধ্যমে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের নামে আসলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার জন্য দেশীয় জঙ্গিদেরই দায়ি করা হয়।