টঙ্গী,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার টঙ্গীতে চাঁদার দাবিতে বাড়িতে ঢুকে দেলোয়ার নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ৯টার দিকে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার গত দশ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। গত কোরবানির ঈদের দুদিন আগে দেশে আসেন তিনি।
নিহতের বোন মুক্তা বেগম সাংবাদিকদের জানান, তার ভাই দেশে আসার পর থেকেই স্থানীয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয়। সকালে পিচ্চি হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী বাড়িতে এসে টাকা চায়। দেলোয়ার দিতে রাজি না হওয়ায় তারা তাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার এসআই জহুরুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।