সাভার,বর্তমানকণ্ঠ ডটকম: সাভারের কাউন্দিয়া সিংগাশ্বর গ্রামে তুরাগ নদের কিনারে মামুন মিয়ার প্লট থেকে এক যুবলীগ নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবলীগ নেতার নাম আল আরাফাত সজল (২২)। তিনি বিরুলিয়ার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। তাঁর বাবা কৃষক উম্মত মিয়া।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানান, ৩ অক্টোবর সোমবার রাতে মুঠোফোনে বাড়ি থেকে সজলকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাজ উদ্দিনের ছেলে রকি। পরে রকি, আলতাফসহ কয়েকজন সজলকে হাত-পা ও মুখ বেঁধে গুলি করে এবং রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এরপর লাশ তুরাগ নদে ভাসিয়ে দেয়।
এদিকে, যুবলীগ সদস্য সজলকে না পেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর পরিবারের সদস্যরা। তিন দিন পর বৃহস্পতিবার সকালে সাভারের কাউন্দিয়ার সিংগাশ্বর তুরাগ নদের মামুন মিয়ার প্লটে সজলের লাশ দেখতে পান নদীতে মাছ শিকাররত জেলেরা।