ভারত ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: আবারো ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কুপওয়ারার এক সেনা ছাউনিতে জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তানের মদদপুষ্ট সন্ত্রাসীরা। তবে ভারতীয় নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায় বেশি সুবিধা করতে পারেনি জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে নিহত হয়েছে ২ জঙ্গি। বৃহস্পতিবার কুপওয়ারার লাংতের ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ছাউনিতে এ ঘটনা ঘটে। খবর জিনিউজ,এনডিটিভি।
পাকিস্তান থেকে আসা কয়েকজন সন্ত্রাসী কুপওয়ারা জেলার হান্ডাওয়ারা সীমান্ত দিয়ে ঢুকে। তারা লাংতের ৩০ রাষ্ট্রীয় রাইফেলস সেনা ছাউনিকে টার্গেট করে। চার ঘণ্টা সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। এতে ২ জঙ্গি নিহত হয়। ভারতীয় পক্ষে কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন জঙ্গি সীমান্তের ভারতীয় গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে এমন সন্দেহ করা হয়। ওই গ্রামগুলোতে জঙ্গিদের খোজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত, উরির ঘটনার পর থেমে নেই কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। বুধবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জঙ্গি অনুপ্রবেশের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন। ১০০ জঙ্গি কাশ্মীর সংলগ্ন পাকিস্তান সীমান্তে জড়ো হয়ে আছে ভারতে অনুপ্রবেশ করার জন্য। ভারতের ভেতরে বড় ধরনের জঙ্গি হামলার প্রস্তুতি নিয়েছে তারা।আর সে কথারই প্রতিফলন হয়েছে বৃহস্পতিবারের জঙ্গি হামলায়।