সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: ছাত্রলীগ নেতা বদরুল আলমের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাবা মাসুক মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
খাদিজার মামা আব্দুল মুকিত এ তথ্য নিশ্চিত করে জানান, “সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছেন খাদিজার বাবা। তার ভাইয়েরও বৃহস্পতিবার পৌঁছানোর কথা।”
প্রসঙ্গত, সোমবার (০৩ অক্টোবর) প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নারগিসকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল ইসলাম কুপিয়ে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখন তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। দুই দফা অস্ত্রোপচারের পর বর্তমানে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঙ্গলবার নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে উত্ত্যক্ত ও হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার অভিযোগে বদরুলের বিরুদ্ধে মামলা করেছেন।