স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের ম্যাচে রাতে মাঠে নামছে ইতালি ও স্পেন। ঠিক একশ দিন পর আবার মুখোমুখি দুই দল। এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। টানা তৃতীয় ইউরোর শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা স্পেনকে কাঁদিয়ে সে ম্যাচে জয় তুলে নিয়েছিল ইতালি।
তাই স্পেনের জন্য এটি প্রতিশোধের ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। সনি সিক্স টিভি চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
ইতালি-স্পেন ছাড়াও আজ রাতে আরো ৮টি ম্যাচ রয়েছে। গ্যারেথ বেলের ওয়েলস খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। রাকিতিচ-মরিচবিহীন ক্রোয়েশিয়া অতিথি হচ্ছে কসোভোর, আর গত ইউরোতে চমক দেখানে আইসল্যান্ড স্বাগত জানাবে ফিনল্যান্ডকে।