মেহেরপুর,বর্তমানকণ্ঠ ডটকম: মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোরাদ হোসেনের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা রাশেদ (২৯) ও আসাদুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা ওই মামলার ২ ও ৩ নং আসামি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার প্রধান আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।