নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধি আব্দুল ছামাদ, পিতা নূরুল আমিন বয়স ১৪, গায়ের রং শ্যামলা মূখমন্ড গোলকার,পরনে নীল রংঙ্গের পেন্ট গায়ে হাফ হাতার সার্ট , গ্রামের বাড়ী নরসিংদী জেলার মাধবদী থানার আলগী ইসলামাবাদ। ছেলেটি মামার বাড়ী থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ চৌধুরী বাড়ী এলাকা হইতে হারানো গিয়াছে। এ বিয়য়ে সিদ্দিরগঞ্জ থানায় একটি ডায়েরী করা হয়েছে যাহার নং ১৩৫৯ তাং ২৯/০৯/২০১৬। যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধ্যান পেয়ে থাকেন তাহলে ০১৯২৬-৫৫৭৫৭০,০১৮৬২-৯৬৬৩৩৪ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রহিল।