ফেসবুক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদী জেলার মাধবদীতে মেয়ের বিয়ের খরচ মেনে নিতে না পেরে স্ট্রোক করে মৃত্যু হয়েছে পিতার।
এ বিষয়ে সাংবাদিক মুহাম্মদ নুরে আলম তার ফেসবুক পেইজে লিখেছেন।
আজকে ত্রকজন মৃত ব্যক্তির জানাযার নামাজে শরীক হলাম। নামাজ শেষে জিজ্ঞাসা করলাম কিভাবে সে মারা গেল। ত্রর উওরটা শোনে আমি রীতিমত অবাক। শুক্রবার মেয়ের বিয়ের শেষে আমন্ত্রিত অতিথিদের দেওয়া টাকা গননা করে দেখে তার খরচপত্র থেকে অনেক কম। ত্রই ব্যাপারটি মেয়ের বাবা মেনে নিতে না পেরে স্ট্রোক করলেন। অবশেষে মৃতু্য তাকে আচ্ছন্ন করল। ইন্নালিল্লাহি অয়াইন্না ইলাইহির রাজিউন(আমরা সবাই আল্লাহর জন্য ত্রবং তারই নিকট আমরা ফিরে যাবো)। ঘটনাটি ঘটেছে মাধবদীর বিলপার ত্রলাকায়।
অনুষ্ঠানে আমন্ত্রণও যদি ব্যবসায় পরিনত হয় তবে ঐতিহ্য বলতে আর কিছু থাকল না।